ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে মার্কিন দূতাবাস

ইবাংলা ডেস্ক

আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভিসা পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন দূতাবাস। যা নতুনভাবে আগামী শনিবার থেকে চালু হবে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

মার্কিন দূতাবাস জানিয়েছে, ঢাকায় মার্কিন দূতাবাস ভিসার পরিষেবার জন্য নতুন একটি পদ্ধতি বাস্তবায়ন করছে; যেটি আগামী ৮ ফেব্রুয়ারি চালু হবে।

যে কারণে আগামী বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইটে পরিষেবা বন্ধ থাকবে। নতুন পদ্ধতিতে ৮ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফের ভিসা পরিষেবা চালু করা হবে।

one pherma

দূতাবাস বিশেষভাবে জানিয়েছে, যেসব আবেদনকারীর আগামী বুধবার থেকে শুক্রবারের মধ্যে সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারিত ছিল তাদের নির্দিষ্ট সময়েই উপস্থিত থাকতে হবে।

আগামীকাল মঙ্গলবার থেকে নন-ইমিগ্রেন্ট ভিসা অ্যাপয়নমেন্ট স্লট প্রকাশ শুরু করবে। যা প্রতি মঙ্গলবারে সাড়ে ৩টায় পাওয়া যাবে। ভিসাপ্রত্যাশীদের আবেদন এবং এসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইটে ভিজিট করার জন্য বলা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us