ভিসা পরিষেবায় নতুন পদ্ধতি চালু করছে মার্কিন দূতাবাস

ইবাংলা ডেস্ক নিউজ

আগামী বুধ থেকে শুক্রবার পর্যন্ত ভিসা পরিষেবা সংক্রান্ত ওয়েবসাইট বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন দূতাবাস। যা নতুনভাবে আগামী শনিবার থেকে চালু হবে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) তাদের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

Islami Bank

মার্কিন দূতাবাস জানিয়েছে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস ৮ ফেব্রুয়ারি ২০২৫ থেকে মার্কিন ভিসা পরিষেবার জন্য একটি নতুন ব্যবস্থা বাস্তবায়ন করছে। www.ustraveldocs.com পরিষেবা বুধবার (৫ ফেব্রুয়ারী) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।

ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দিয়ে বলেন, আমরা ৮ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে নতুন ব্যবস্থার মাধ্যমে আমাদের ওয়েবসাইট পরিষেবা পুনরায় চালু করব।

অনুগ্রহ করে মনে রাখবেন: যেসব আবেদনকারীর ৫ ফেব্রুয়ারী বুধবার থেকে শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫ পর্যন্ত নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট আছে, তাদের অবশ্যই তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ এবং সময় অনুসারে উপস্থিত থাকতে হবে।

one pherma

এছাড়াও, ৪ ফেব্রুয়ারী, ২০২৫ মঙ্গলবার থেকে শুরু করে, ঢাকাস্থ মার্কিন দূতাবাস প্রতি মঙ্গলবার বিকেল ৩:৩০ (BST) তে নন-ইমিগ্র্যান্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট প্রকাশ করবে। সিস্টেম আপডেট এবং ভিসার জন্য আবেদন করার তথ্যের জন্য নীচের লিঙ্কটি দেখুন।

https://www.ustraveldocs.com/bd/en/nonimmigrant-visa

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us