গণহত্যার বিচার দাবিতে শহিদ পরিবারের শাহবাগ অবরোধ

ইবাংলা ডেস্ক

রাজধানীর শাহবাগ চত্বরে সড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর থেকে সড়কে অবস্থান নেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

Islami Bank

২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত সব হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের পাশাপাশি শহিদ পরিবারের ন্যায্য দাবি আদায়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

one pherma

এদিন নিহত স্বজনদের ছবিসহ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নানা লেখা সংবলিত ব্যানার-প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিতে দেখা যায় শহিদ পরিবারের সদস্যদের।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us