যুক্তরাষ্ট্রের আলাস্কায় আবারও যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হলো। এবার বিমানে থাকা ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের মাঝে ৯ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। মাঝ আকাশে নিখোঁজের একদিন পর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিধ্বস্ত বিমানটি উদ্ধারের কথা জানায় মার্কিন কোস্ট গার্ড।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কোস্ট গার্ড শুক্রবার হিমায়িত সমুদ্রের বরফের ওপর একটি ছোট বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। গত বৃহস্পতিবার আকস্মিকভাবে নিখোঁজের পর বিমানটি বিধ্বস্ত হয় এবং এতে বিমানে থাকা ১০ জনই নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কোস্ট গার্ডের মুখপাত্র মাইক সালার্নো একটি প্রেস কনফারেন্সে জানান, ধ্বংসাবশেষের কাছে পৌঁছানো দুজন উদ্ধারকারী সাঁতারু বিমানের ভেতরে তিনটি মরদেহ দেখতে পেয়েছেন এবং ধারণা করা হচ্ছে বাকি সাতজনও ধ্বংসাবশেষের ভেতরে রয়েছেন।
ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অফিসের প্রধান ক্লিন্ট জনসন একই প্রেস কনফারেন্সে জানান, ১০ জনই নিহত হয়েছেন। দুর্ভাগ্যবশত, এখন যেহেতু ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং ১০ জনের মৃত্যু হয়েছে, এখন আমাদের কাজে লেগে যাওয়ার সময়।
কর্মকর্তারা জানান, তীব্র শীতের আবহাওয়া অনুসন্ধান কার্যক্রমে বাধা সৃষ্টি করেছিল এবং এই প্রত্যন্ত স্থান থেকে মরদেহ উদ্ধার করতে কয়েক ঘণ্টা বা কয়েক দিন সময় লাগতে পারে।
কোস্ট গার্ড একটি পোস্টে জানায়, ধ্বংসাবশেষটি নোমের দক্ষিণ-পূর্বে ৩৪ মাইল (৫৫ কিলোমিটার) দূরে পাওয়া গেছে। পোস্টটিতে তুষারে ঢাকা ধ্বংসাবশেষ এবং উদ্ধারকারী দলের দুই সদস্যের ছবি ছিল।
এর আগে আলাস্কায় ১০ জন আরোহী নিয়ে রহস্যজনকভাবে ছোট এই বিমানটি নিখোঁজ হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উড়োজাহাজটি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.