আর নেই নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট নুজোমা

আন্তর্জাতিক ডেস্ক

নামিবিয়ার প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা আর নেই। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৫ বছর। দেশটির বর্তমান নেতা নাঙ্গোলো এমবুম্বার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

Islami Bank

প্রতিবেদনে বলা হয়, ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীন হওয়া নামিবিয়ার দীর্ঘলড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন নুজোমা। ১৯৬০ সালে, সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন (সোয়াপো) নামের একটি দল প্রতিষ্ঠা করেন। যেটি নামিবিয়ার মুক্তি সংগ্রামের লড়াইয়ে সরাসরি অংশগ্রহণ করেছে।

one pherma

স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানী উইন্ডহোকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন নুজোমা। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা।তিনি বলেন, নুজোমা গত তিন সপ্তাহ ধরে অসুস্থার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। শেষবার অসুস্থ হওয়ার পর তিনি আর সুস্থ হতে পারেননি।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us