আরও ৬ জনকে পাঠানো হলো ব্যাংকক,জুলাই বিপ্লবে আহত

ইবাংলা ডেস্ক

জুলাই বিপ্লবে আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ ও অর্থায়নে ব্যাংককের ভেজথানি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

Islami Bank

উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়া এই আহতরা হলেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে এই ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

one pherma

এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে জুলাই আন্দোলনে আহত দীপঙ্কর বালাকে ব্যাংককে পাঠানো হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়। এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে ব্যাংককে পাঠায় সরকার।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us