টিসিবির পণ্য বিক্রি করবে,রোজায় ঢাকার বাইরেও

ইবাংলা ডেস্ক

পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আসন্ন রমজান মাসে ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে বিশেষ ট্রাক সেল কার্যক্রম চালাবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

Islami Bank

এ কার্যক্রমে ভর্তুকি মূল্য চাল, ডাল এবং ভোজ্যতেল বিক্রি করা হবে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভোজ্যতেল, চাল এবং তেল এ তিনটি পণ্য ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে। বিশেষ ট্রাক সেল হবে, রোজার মাস পুরোটাই। ফেব্রুয়ারিতেও এ কার্যক্রম চলবে।

one pherma

কবে থেকে এ বিক্রয় কার্যক্রম শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এখন থেকেই এ বিক্রয় কার্যক্রম শুরু হবে। রোজার মাস পুরোটাই এ বিক্রি কার্যক্রম চলবে।টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্যতেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রি চলমান রয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us