ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে তাতে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্ধারিত সময়সীমার মধ্যে সব জিম্মিদের মুক্তি না দিলে তাদের বিষয়ে ইসরায়েল যে সিদ্ধান্ত নিবে তাতে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র।

Islami Bank

শনিবার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমনটি জানিয়েছেন। খবর আনাদুলু এজেন্সি

ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, সময়সীমা অনুযায়ী এ সপ্তাহের মধ্যে হামাসকে সব জিম্মিদের মুক্তি দেয়ার কথা ছিল। তাই জিম্মিদের ফেরাতে আজ রাত ১২টার মধ্যে ইসরায়েল যে সিদ্ধান্ত গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র তাতে সমর্থন জানাবে।

one pherma

শনিবার হামাস তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। যার মধ্যে একজন মার্কিন নাগরিক রয়েছে। এরপরই ট্রাম্প বলেন, তারা ভালো অবস্থায় রয়েছে মনে হচ্ছে। তিনি আরও বলেন, গত সপ্তাহে হামাস আর কোনো জিম্মিকে মুক্তি না দেয়ার বিষয়ে যে বিবৃতি দিয়েছিল এ ঘটনার সঙ্গে এটি সম্পূর্ণ বিপরীত।

সম্প্রতি ট্রাম্প বলেছিলেন, শনিবারের মধ্যে যদি সকল জিম্মিকে হামাস মুক্তি না দেয় তাহলে গাজা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তা বাতিল করা হবে।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us