বিক্ষোভ-হাতাহাতিতেই গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি

ঢাবি প্রতিবেদক

বিক্ষোভ আর হাতাহাতির মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠন “গণতান্ত্রিক ছাত্র সংসদ”র কমিটি ঘোষণা করা হলো।

Islami Bank

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মধুর ক্যান্টিনের ভেতরে সংবাদ সম্মেলনে নতুন এ ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয়। স্লোগান ঠিক করা হয়েছে ‘শিক্ষা, ঐক্য, মুক্তি’ এর আগে, ঘোষিত হতে যাওয়া এই কমিটিতে নিজেদের বঞ্চিত দাবি করে তাদেরকে এ সময় ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

আরও পড়ুন…তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে মাহফুজ আলম

তারা অভিযোগ করেন, জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নয়া ছাত্র সংগঠনে বঞ্চিত করা হচ্ছে। তারা এই কমিটি মানেন না বলেও জানান।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঘোষিত কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এ শিক্ষার্থী। কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার।

one pherma

সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদ আহসান। একসময় তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রিফাত রশীদকে সিনিয়র সদস্য সচিব, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে মুখ্য সংগঠক এবং আশরেফা খাতুনকে মুখপাত্র করা হয়েছে।

নয়া এ ছাত্র সংগঠনের ঢাবি শাখার আহ্বায়ক করা হয়েছে আব্দুল কাদেরকে। লিমন মাহমুদ হাসানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহির আলমকে সদস্য সচিব, আল আমিন সরকারকে সিনিয়র সদস্য সচিব, হাসিব আল ইসলামকে মুখ্য সংগঠক এবং রাফিয়া রেহনুমা হৃদি মুখপাত্র হয়েছেন।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us