বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টসে বিলম্ব

টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে আগেই বাদ পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ একে অপরের মুখোমুখি হয়েছে দুই দল।

Islami Bank

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় দুপুর আড়াই সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টি কারণে টস প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি।

এর আগে গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বাংলাদেশের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় শেষ পর্যন্ত অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় টাইগার টিম ম্যানেজমেন্ট।

one pherma

রাওয়ালপিন্ডির পিচ এখনো কভার দিয়ে ঢাকা রয়েছে। আবহাওয়ার কারণে স্বাগতিক পাকিস্তান দলও পূর্ণ অনুশীলন করতে পারেনি। তারা কেবল হালকা গা গরম ও ফুটবল খেলার মাধ্যমে নিজেদের প্রস্তুত রাখার চেষ্টা করেছে।

বাংলাদেশ স্কোয়াড: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পাকিস্তান স্কোয়াড:  মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সাউদ শাকিল, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, তাইয়ুব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন এবং উসমান খান।

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us