মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

মিয়ানমারে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার (৪ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লেইংয়ের মধ্যে একটি বৈঠকের পর এই বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়।

Islami Bank

চুক্তির আওতায়, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু বিদ্যুৎ কোম্পানি রোসাটম মিয়ানমারে ১০০ মেগাওয়াট ক্ষমতার একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে। নির্মাণ কাজ শেষে, এই কেন্দ্রের পরিচালনার দায়িত্বও রোসাটমের হাতে থাকবে।

মিয়ানমারের জান্তা প্রধান সম্প্রতি মস্কো সফরে যান এবং সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। উল্লেখযোগ্য যে, ২০০০ সালে মিয়ানমার ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি এবং বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

one pherma

মিয়ানমার সামরিক বাহিনীর জন্য রাশিয়া ও চীনকে বড় দুটি অস্ত্র সরবরাহকারী হিসেবে বিবেচনা করা হয়, এবং কিছুদিন আগে মস্কো থেকে ৬টি যুদ্ধবিমান কেনার চুক্তিও হয়েছে।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us