কাপ্তাই হ্রদের পানি হ্রাসে কমেছে বিদ্যুৎ উৎপাদন

আলমগীর মানিক,রাঙামাটি

কাপ্তাই হ্রদের পানি স্বল্পতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে(কপাবিকে) বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে চলে এসেছে। এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে শুধুমাত্র ৪নং ইউনিট হতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

Islami Bank

বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট পুরোপুরি সচল থাকলেও বর্তমানে শুধু মাত্র একটি ইউনিট চালু রেখে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পানি পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই কেন্দ্র থেকে ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা হতো।

এদিকে বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাপ্তাই লেকের পানির স্থর দিন দিন নেমে আসছে। ফলে পানির উপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে এদিন দুপুর পর্যন্ত শুধুমাত্র ৪ নং ইউনিট হতে মাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

one pherma

তিনি আরোও বলেন, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এই মুহূর্তে কাপ্তাই লেকে পানি থাকার কথা ৯২ দশমিক ২০ফুট মিনসি লেভেল (এমএসএল)। কিন্তু লেকে এখন পানি রয়েছে ৮৮ দশমিক ৫৪ ফুট এমএসএল। সহসা বৃষ্টি না হলে কাপ্তাই লেকে পানির স্তর আরোও নীচে নেমে গেলে তখন হয়তো ১ টা ইউনিট ও চালু রাখা সম্ভব হবে না।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us