১০ জনের প্রাণহানি আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায়

ইবাংলা ডেস্ক

ভয়াবহ ঝড় ও বন্যায় আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের বিশাল এলাকা বিপর্যস্ত হয়েছে। দুই শহরে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। আরও প্রাণহানির শঙ্কাও রয়েছে বলে আজ শনিবার (৮ মার্চ) দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।

Islami Bank

দেশটির সবচেয়ে ঘনবসতিপূর্ণ প্রদেশের দক্ষিণ-পশ্চিমে টানা বৃষ্টির জেরে এ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মাত্র কয়েক ঘণ্টায় ২৬০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এসব অঞ্চলে।

one pherma

এতে ধসে পড়েছে কয়েকটি সেতু, বিধ্বস্ত হয়েছে বহু রাস্তাঘাট। তলিয়েছে বাড়িঘরও। পানির তোড়ে ভেসে গেছে বেশ কয়েকটি গাড়ি। উপড়ে পড়েছে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বিদ্যুৎহীন হয়ে পড়েছে শত শত মানুষ। দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে জরুরি বিভাগ।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us