ইফতার মাহফিল করলেন ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক সমিতি

রিয়াজুল ইসলাম

রাজধানীতে অবস্থানরত দেশের বিভিন্ন মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Islami Bank

আরও পড়ুন…নোয়াখালীতে হাসপাতাল থেকে শিশু চুরি

শনিবার (৮ মার্চ) রাজধানীর পল্টন মোড়ে একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আশুতোষ সরকার এবং সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া, সৈয়দ আফজাল হোসেন, মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, সিনিয়র সহ-সভাপতি সিকদার আবদুস সালাম, দফতর সম্পাদক আবুল খায়ের খান, সিনিয়র সদস্য মতিউর রহমান ও হুমায়ুন কবির।

one pherma

বক্তারা দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিক সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

ইফতার মাহফিল সফল করতে সহযোগিতা করেন ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, সময় টিভির নিউজ প্রেজেন্টার গোলাম রাব্বী, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার চৈতন্য, বাসসের রুমানা জামান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ জিহাদুল ইসলাম।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us