অবসরের ঘোষণা দিলেন তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ

ক্রীড়াঙ্গন ডেস্ক

বাংলাদেশের ক্রিকেট তারকা মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার (১২ মার্চ ২০২৫) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।

Islami Bank

মাহমুদউল্লাহ রিয়াদ এক পোস্টে লেখেন, “সকল প্রশংসা কেবল সর্বশক্তিমান আল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমি।”
তিনি আরও বলেন, তার সহকর্মী, কোচ এবং বিশেষ করে ভক্তদের ধন্যবাদ জানাতে চান যারা সবসময় তাকে সমর্থন করেছেন।

মাহমুদউল্লাহ তার পরিবার ও স্ত্রী-সন্তানদের বিশেষ ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমার ছেলে লাল-সবুজের জার্সিতে আমাকে মিস করবে।”

one pherma

তিনি শেষবারের মতো বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভকামনা জানিয়ে বলেন, “সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু আপনাকে পজিটিভলি সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ।”

৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর তিনি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নেন। মাহমুদউল্লাহর বিদায়ের পর বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মধ্যে সাকিব আল হাসান এখনও আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় রয়েছেন।

ইবাংলা/ বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us