বাংলাদেশ ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিন সফরের তৃতীয় দিনে বাংলাদেশ ইউএন হাউজ উদ্ধোধন করেছেন। এছাড়াও বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন গুতেরেস। শনিবার (১৫ মার্চ) সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘ মহাসচিব এ ইউএন হাউজ উদ্বোধন করেন।
আরও পড়ুন…বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায় : জাতিসংঘ মহাসচিব
উদ্বোধন শেষে মহাসচিব জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে, আন্তোনিও গুতেরেস জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) ও বাংলাদেশের মধ্যকার একটি বৈঠকে অংশ নেন।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন গুতেরেস। এ বৈঠক শেষে তরুণ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৫টায় চারদিনের সফরে ঢাকায় এসে পৌঁছান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
ইবাংলা বাএ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.