গাজায় আরও ৫ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরাইলের হামলায় আরও পাঁচ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শনিবার (২২ মার্চ) গাজার উত্তরে একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালালে নিহত হয় তারা।চিকিৎসা কর্মকর্তারা বার্তা সংস্থা আনাদোলুকে নিশ্চিত করেছেন, গাজা শহরের পূর্বে আল-তুফাহ পাড়ায় মাশরাউই পরিবারকে লক্ষ্য করে ইসরাইল হামলা চালায়।

Islami Bank

গত মঙ্গলবার থেকে গাজায় ইসরাইলের নতুন করে শুরু হওয়া হামলার অংশ হিসেবে এই হামলা চালালো ইসরাইল।এদিকে, দক্ষিণ গাজার পশ্চিম রাফাতেও ইসরাইলি হামলা হয়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিক প্রতিবেদনে এই হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার থেকে শুরু হওয়া ইসরাইলের হামলায় গাজায় ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন। যা জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে দিয়েছে।

one pherma

গত কয়েকদিনের হামলায় নিহতদের মধ্যে ২০০ জন শিশু আছে বলে জানা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত প্রায় ৫০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ১,১২,০০০ এরও বেশি আহত হয়েছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us