গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে পাহাড়ে ব্যাপক প্রতিক্রিয়া

আলমগীর মানিক,রাঙামাটি

সম্প্রতি প্রধান উপদেষ্ঠার নিকট প্রদত্ত গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বিভিন্ন জায়গায় আদিবাসী শব্দের ব্যবহারের বিষয়টি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে পাহাড়ে।
রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক এবং পরিত্যাজ্য আধিবাসী শব্দ ব্যবহার করায় পাহাড়ের বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রয়া জানানো হয়েছে। এবং অবিলম্বে সংস্কার কমিশনের রিপোর্ট থেকে আদিবাসি শব্দ প্রত্যাহার করে বিবৃতি প্রদান না করা হলে পাহাড়ের মানুষ গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পাওয়া যাচ্ছে।

Islami Bank

২০০৫ সাল থেকে সকল সরকার বাংলাদেশের ট্রাইবাল জনগোষ্ঠীকে আদিবাসী বলে আখ্যা না দেয়ার জন্য একের পর এক প্রজ্ঞাপন ও নির্দেশনা জারি করলেও বর্তমান সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বিভিন্ন জায়গায় আদিবাসী শব্দের ব্যবহার করেছে। কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ শনিবার (২২ মার্চ) দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া এ প্রতিবেদনে আদিবাসী শব্দের ব্যবহার দেখা গিয়েছে।

যদিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় টিভি-২ শাখা ১৯ জুলাই ২০২২ তারিখে প্রচারিত এক প্রজ্ঞাপনে গণমাধ্যমগুলোর প্রতি জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, “উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশে বসবাসরত বিভিন্ন ছোট ছোট সম্প্রদায়/গোষ্ঠীকে উপজাতি/ক্ষুদ্র জাতিসত্তা/নৃ-গোষ্ঠী বলে আখ্যায়িত করা হয়েছে।

বর্ণিতাবস্থায়, ০৯ আগস্ট ২০২২ তারিখ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত টকশো-তে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশেষজ্ঞ এবং সংবাদপত্রের সম্পাদকসহ সুশীল সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে বাংলাদেশের ক্ষেত্রে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা সম্পর্কে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন…বৈষম্যবিরোধী আন্দোলনে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ : চিফ প্রসিকিউটর

এ ধরনের আরো অনেক সরকারি প্রজ্ঞাপন থাকার পরও গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টে বিভিন্নস্থানে আদিবাসী শব্দের ব্যবহার করা হয়েছে। এ রিপোটের্র ২১.১৮ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে

“আদিবাসী ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সমসুযোগ সৃষ্টি সম্পর্কিত সুপারিশ গণমাধ্যমে এক্ষেত্রে যা করা যেতে পারে: (১) গণমাধ্যম নীতিমালায় আদিবাসী সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণের বিষয় অন্তর্ভুক্তি;(২) গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর জন্য নূন্যতম সম্প্রচার সময়সীমা নির্ধারণ;(৩) আদিবাসী অধ্যুষিত অঞ্চলে প্রকাশ/প্রচাররত গণমাধ্যমে আদিবাসী ভাষায় সংবাদ ও অনুষ্ঠান পরিবেশনকে অগ্রাধিকার দেওয়া;(৪) আদিবাসীদের নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে যেসব মাধ্যম গড়ে উঠেছে, তাদের নিবন্ধন সহজতর করা; এছাড়া আদিবাসীদের নিজস্ব গণমাধ্যম যেন আরও গড়ে উঠতে পারে, তার প্রয়োজনীয় সহায়তা দেওয়া;(৫) মূলধারার গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর উপস্থাপন যথাযথ ও উপস্থিতি নিশ্চিত করার জন্য গণমাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর যথাযথ উপস্থাপনের জন্য নির্দেশিকা প্রস্তুত করা;(৬) সাংবাদিকতা শিক্ষা ও প্রশিক্ষণে ‘আদিবাসী বিষয়’ (Indegenous Studies) অন্তর্ভুক্ত করা; (৭) আদিবাসী সাংবাদিক/সাংবাদিকতা শিক্ষার্থীদের জন্য ফেলোশিপ দেওয়া ও নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা।”

এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান সিনিয়র সাংবাদিক কামাল আহমেদ গণমাধ্যমকে বলেন, ’আমরা কমিটির সবাই আলাপ আলোচনা করেই আদিবাসী শব্দের ব্যবহার করেছি।’ তিনি বলেন,‘আগের প্রজ্ঞাপনগুলো আওয়ামী লীগ সরকারের করা।

আমরা সেটা গ্রহণ করিনি। আদিবাসী বিষয়ক আন্তর্জাতিক যেসব আইনে বাংলাদেশ পার্টিনেন্ট হয়েছে সেগুলো অনুসারেই আমরা তাদের আদিবাসী বলেছি আলাপ-আলোচনা করেই।’

one pherma

কিন্তু আদিবাসী বিষয়ক জাতিসংঘের ঘোষণাপত্রে বাংলাদেশ তো সাক্ষর করেনি- এমন প্রশ্নের জবাবে কামাল আহমেদ বলেন, ‘যেগুলো করেছে সেগুলো অনুসারেই আমরা আদিবাসী বলতে পারি।’ আদিবাসী বিষয়ক কোন আন্তর্জাতিক আইনে বাংলাদেশ সাক্ষর করেছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘তিনি একটি ইফতার পার্টিতে আছেন পরে এ বিষয়ে জানাবেন।’

এদিকে, আদিবাসী শব্দ অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি। রোববার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কর্তৃক জমা দেওয়া প্রতিবেদনে গণমাধ্যম নীতিমালায় “আদিবাসী” শব্দের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে, যা সরাসরি বাংলাদেশের সংবিধান, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের পরিপন্থী।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় কমিটির দপ্তর থেকে এই ষড়যন্ত্রমূলক সুপারিশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীকে “ক্ষুদ্র নৃগোষ্ঠী” বা “উপজাতি” হিসেবে উল্লেখ করতে হবে, “আদিবাসী” নয়। ২০১১ সালে জাতীয় সংসদে গৃহীত প্রস্তাবেও “আদিবাসী” শব্দের ব্যবহার সংবিধানবিরোধী বলে স্বীকৃত হয়েছে। তা সত্ত্বেও এই শব্দ ব্যবহারের সুপারিশ করা দেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত ছাড়া কিছুই নয়।

বিজ্ঞপ্তিতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়ে বলা হয়, গণমাধ্যম নীতিমালায় “আদিবাসী” শব্দ সংযোজনের সুপারিশ দ্রুত প্রত্যাখ্যান করতে হবে। রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো ব্যক্তিবর্গ ও সংগঠনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশের মূলধারার গণমাধ্যম যেন কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফাঁদে পা না দেয়, তা নিশ্চিত করতে হবে।

অন্যথায় পিসিসিপি দুর্বার আন্দোলন এর ডাক দিবে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি দেশপ্রেমিক জনগণকে আহ্বান জানাচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হোন। মাতৃভূমির অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য পিসিসিপি সর্বদা প্রস্তুত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সমিতির বারংবার নির্বাচিত সভাপতি ও ইসলামিক সেন্টার রাঙামাটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মোখতার আহমেদ বলেছেন, আদিবাসী শব্দের ব্যবহার সংবিধান বিরোধী।

যেহেতু সরকার কর্তৃক আদিবাসী শব্দটি সরকারী পরিপত্রের মাধ্যমে বাতিল করা হয়েছে এবং বাংলাদেশে কোনো আদিবাসী নেই মর্মে জানানো হয়েছে তাই এই আদিবাসী শব্দটি বাংলাদেশের সর্বস্থানেই ব্যবহার নিষিদ্ধ হিসেবে বিবেচিত হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us