আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক

ক্রমেই বাড়ছে চৈত্রের খরতাপ। বৃষ্টির পরিমাণও কমে আসছে অনেকটা। সামনের দিনগুলোতে আবহাওয়া আরও চরমভাবাপন্ন হবে বলে পাওয়া যাচ্ছে আভাস।আবহাওয়া অধিদপ্তর বলছে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আগামী কয়েকদিন। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এ সময়। বুধবার (২৬ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে এসব তথ্য।

Islami Bank

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই-এক ডিগ্রি বাড়তে পারে। এ সময়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে, চট্টগ্রামের দিকে কিছু এলাকায় ২৯ বা ৩০ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

one pherma

একইভাবে আগামীকাল বৃহস্পতিবারও (২৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এ সময়।

এছাড়া আগামী শুক্রবারও (২৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৫ দশমিক ৫ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us