আপনজনদের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে এবার ট্রেনে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। আজও প্রতিটি ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে গন্তব্যে।
রোববার (৩০ মার্চ) সরজমিনে দেখা যায়, স্টেশনের প্রবেশ ফটক, টিকিট কাউন্টার, প্ল্যাটফর্ম ও ট্রেনের বগির ভেতরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেক ট্রেনের কিছু বগি যাত্রীতে ঠাসা দেখা যায়। তবে কিছু ট্রেনে তুলনামূলকভাবে স্বাভাবিক পরিস্থিতি ছিল।
কয়েকটা ট্রেন কমলাপুর স্টেশন ছাড়তে কিছুটা সময় নেয়। বিশেষ করে উত্তরাঞ্চলগামী ট্রেনগুলোর ছাদে যাত্রী ওঠায় তাদের নামাতে কিছুটা সময় ব্যয় হয় রেলওেয়ের।
গত কয়েক বছরের অভিজ্ঞতায় এবারের ঈদযাত্রাকে পুরোপুরি স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। টিকিট কাটা, প্লাটফর্মে প্রবেশ থেকে সবকিছুতেই সন্তুষ্ট তারা। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে এভাবেই যাতে রাজধানীতে ফিরতে পারেন, সেই প্রত্যাশার কথা জানান তারা।
আরও পড়ুন…মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ঈদ উদযাপিত
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজই ঈদযাত্রার শেষ দিন। ঈদের আগে শেষ মুহূর্তে প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটানোর আশায় রাজধানী ছাড়ছেন অনেকে। যাত্রীদের নিরাপত্তা ও যাত্রা নির্বিঘ্ন করতে স্টেশনে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে স্টেশন পরিদর্শন ও যাত্রীদের সঙ্গে আজ সকালে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি সাংবাদিকদের বলেন, টিকিট কালোবাজারিসহ সবধরনের দুর্নীতি প্রতিরোধ করায় যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরেছে। তিনি প্রত্যাশা করেন এভাবেই তারা রাজধানীতে ফিরতে পারবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.