এবার কিল জোন বানাচ্ছে ইসরাইল গাজার চারপাশে

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদনে, বাফার জোন তৈরির সময় গাজায় কর্মরত সৈন্যদের উদ্ধৃতি দেয়া হয়েছে, যা ডিসেম্বরের মধ্যে গাজার ভেতরে ৮০০ থেকে ১,৫০০ মিটার (৮৭৫ থেকে ১,৬৪০ গজ) পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল এবং তারপর থেকে ইসরাইলি সেনারা এটিকে আরও সম্প্রসারিত করেছে।

Islami Bank

সূত্র: আল জাজিরা

one pherma

ওই প্রতিবেদনে আর্মার্ড কর্পসের একজন ক্যাপ্টেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘সীমান্তরেখা হলো একটি কিল জোন, একটি নিম্নাঞ্চল, একটি নিম্নভূমি।অধিকার গোষ্ঠী ব্রেকিং দ্য সাইলেন্স বলছে, ইসরাইলি সেনারা বুলডোজার এবং খননকারী যন্ত্রের পাশাপাশি হাজার হাজার মাইন এবং বিস্ফোরক ব্যবহার করে প্রায় ৩,৫০০ ভবন, কৃষি ও শিল্প এলাকা ধ্বংস করেছে; যা যুদ্ধোত্তর পুনর্গঠনে গুরুত্বপূর্ণ হতে পারত।

আরও পড়ুন…ব্যর্থ মায়ামি মেসির রেকর্ডের দিনে

আর্মার্ড কর্পসে কর্মরত একজন রিজার্ভ সৈনিকের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘মূলত সবকিছুই ধ্বংস করা হয়েছে, সবকিছু… প্রতিটি ভবন এবং প্রতিটি কাঠামো।’

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us