যা পারেননি সাকিব-মুস্তাফিজ তাই করে দেখালেন রিশাদ

ক্রীড়াঙ্গন ডেস্ক

লাহোর কালান্দার্সের জার্সিতে রিশাদের সময়টা বেশ ভালোই কাটছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ৩ উইকেট পাওয়া এই তরুণ লেগ স্পিনার করাচির বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।

Islami Bank

করাচি কিংসের বিপক্ষে শান মাসুদ,ইরফান খান এবং আব্বাস আফ্রিদির মূল্যবান উইকেটগুলো শিকার করে পিএসএলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কীর্তিকে ছাড়িয়ে গেছেন রিশাদ ।

এই ম্যাচের ৩ উইকেটসহ পিএসএলে রিশাদের মোট উইকেট সংখ্যা এখন ৬। এর মাধ্যমে তিনি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তালিকার শীর্ষে থাকা সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের ঝুলিতে রয়েছে ৮টি করে উইকেট। মুস্তাফিজুর রহমানের আছে ৪ উইকেট।

শুধু তাই নয়, পিএসএলের এক আসরে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছেন রিশাদ। এর আগে ২০১৬-১৭ মৌসুমে সাকিব আল হাসান পেশোয়ার জালমির হয়ে ৫টি এবং ২০১৭-১৮ মৌসুমে মুস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্সের হয়ে ৪টি উইকেট পেয়েছিলেন।

আরও পড়ুন…৬০ কি. মি. বেগে ঝড় হতে পারে ৪ অঞ্চলে দুপুরের মধ্যে

one pherma

এই দুজনের রেকর্ডই পেছনে ফেলেছেন রিশাদ। তালিকার শীর্ষে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি ২০১৬-১৭ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৭টি উইকেট নিয়েছিলেন। রিশাদের সাম্প্রতিক ফর্ম দেখে মনে হচ্ছে খুব শীঘ্রই তিনি এই রেকর্ডও নিজের করে নিতে পারেন।

তবে একটি ক্ষেত্রে ইতিমধ্যেই বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন রিশাদ। ৬ উইকেট নিয়ে পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারির সম্মানসূচক ‘ফজল-এ-মাহমুদ ক্যাপ’ এখন তার দখলে।

সাকিব,মাহমুদউল্লাহ কিংবা মুস্তাফিজুর রহমানের কেউই এর আগে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। যদিও এবারের আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের লেগ স্পিনার আবরার আহমেদও সমান ৬টি উইকেট পেয়েছেন,তবে ইকোনমি রেট ও বোলিং গড় বিবেচনায় রিশাদই বর্তমানে বোলারদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us