রাঙামাটিতে সাবেক পৌর কাউন্সিলরসহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটি শহরে ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে সাবেক পৌর কাউন্সিলরসহ ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু রয়েছেন বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

Islami Bank

কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, রাঙামাটির পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনের নির্দেশনানুসারে সোর্সের মাধ্যমে পলাতক আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৫টি গ্রেফতারী পরোয়ানা তামিল করা হয়েছে। তারমধ্যে জিআর সাজা-০১টি, জিআর নরমাল-০১টি ও বাকি তিনটি সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকা থেকে ৯নং ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন টিটুকে বুধবার বিকেলে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পিটিশন মামলা নং-২৫১/২২(রাঙামাটি), তারিখ- ০৭ মার্চ, ২০২৪; (রাঙ্গামাটি,রাঙ্গামাটি সদর), ধারা ২৪(১)(ক)/২৫(১)(ক)/২৬(১)/২৬(২)/২৬(৩)/২৯/৩৪/৩৫(১)/৩৫(২) ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮; এর সিআর সাধারণ পরোয়ানা জারি ছিলো।

আরও পড়ুন…জুনের পরে নির্বাচন কোনও অবস্থাতেই যাবে না: আসিফ নজরুল

রাঙামাটি শহরের তবলছড়ির আর্ট কাউন্সিল কলোনী থেকে জিআর নং-১৪/২৪)কাপ্তাই, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর জিআর মামলায় ৬ মাসের সশ্রম সাজাপ্রাপ্ত পলাতক আসামী সাইফি হাসান ওরফে পিয়েল (২৪)কে গ্রেফতার করা হয়েছে।

one pherma

শহরের হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কোতয়ালী থানার মামলা নং-০৬, তারিখ-১৯/১১/২০২৪খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড ১৮৬০ এর জিআর সাধারণ পরোয়ান মূলে গ্রেফতার করা হয় সাইফুল ইসলাম(৩০) নামের এক আসামীকে।

রিজার্ভ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে আজিজুল ইসলাম প্রকাশ (বাবলা)(১৪) কে। তার বিরুদ্ধে শিশু মামলা নং-০৩/২৫, ধারা-৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) এর সিআর সাধারণ পরোয়ানা মূলে গ্রেফতারী পরোয়ানা জারি ছিলো।

এছাড়াও সিআর ৮৯১/২৪, ধারা-৪০৬/৪২০/৫০৬ পেনাল কোড এর সিআর সাধারণ পরোয়াভুক্ত আসামী হাসিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে শহরের ১০৪নং ঝগড়া বিল মৌজার অফিসার্স কলোণী এলাকা থেকে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রতিবেদককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনানুসারে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীদের গ্রেফতারে পুরো শহরজুড়েই ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। এই ধরা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us