গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবন থেকে দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার একটি ফ্ল্যাট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।নিহত শিশুরা হলো— ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্জারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার সন্তান মালিহা (৬) ও আব্দুল্লাহ্ (৪)। তারা ওই বাসায় ভাড়া থাকতেন।
শিশুদের স্বজনরা জানায়, শুক্রবার দুপুর সবাই একসাথে দুপুরের খাবার খান। এরপর শিশুদের মা ফ্ল্যাটের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। এ সময় তাদের দাদী উপর তলায় ও বাবা বাইরে যান।
এর কিছু সময় পর শিশু দুটিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখতে পান তাদের মা। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহগুলো উদ্ধার করে।
আরও পড়ুন…রাজধানীতে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে
টঙ্গী পূ্র্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শিশুদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে ইতোমধ্যে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.