মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনায় কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় দর্শনা ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে আয়োজিত কেরুর অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পূনর্মিলনী ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার জুলুর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্ধ চিনিকল চালু করণ ট্যার্সফোর্ট সদস্য ও জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামরুজ্জামান ফিরোজ বলেন, আপনারা আপনাদের দাবী আদায়ের লক্ষ্যে অবসরকালীন সময়ে যেভাবে একত্রিত হয়েছেন ঠিক সেভাবে বন্ধ মিলের শ্রমিকদের ও একত্রিত করে আপনাদের পরিধি বাড়িয়ে বীরগতিতে এগিয়ে চলুন।তাতে আামাদের সহযোগিতা সবসময় পাবেন।
আরও পড়ুন…ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব ঘুস গ্রহণকালে হাতেনাতে গ্রেফতার, ভিডিও
তিনি আরও বলেন আখ চাষীদের প্রাপ্য ঋন,কিন্ত তাদেরকে তা থেকে বঞ্চিত করে দেয়া হয় শিল্প ঋণ।সেই ৫৪ বছর ধরে ম্রমিকরা বঞ্চিত। তাই আপনাদেরকে জেগে উঠতে হবে।প্রতিবাদ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ তৈমুর খান অপু, দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হক,জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি লিটু বিশ্বাস।
এছাড়া বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শ্রমিক ও কর্মচারী কল্যাণ সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকরামুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,সহসভাপতি মোঃ সোলাইমান হক, জেলা মানবাধিকার কমিটির সভাপতি রাজিব আহমেদ রাজু ।
মাহমুদ হাসান রনি দামুড়হুদা
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.