কাতার থেকে ভ্যাটিকানে গেলেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার থেকে ইতালির উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশে রওনা হন তিনি।

Islami Bank

রোমে ড. ইউনূসকে স্বাগত জানাবেন ইতালি ও ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সেখানে পৌঁছানোর এক ঘণ্টা পর শুক্রবার স্থানীয় সময় বিকেল সোয়া ৩টায় প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে যাবেন এবং সেখানেই পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

আরও পড়ুন…গাজায় আরও ৬০ জনকে নিহত

one pherma

এরপর আগামীকাল শনিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে সেন্ট পিটার স্কয়ারে যাবেন ড. ইউনূস।

রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় লিওনার্দো দা ভিঞ্চি রোম ফিউমিচিনো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে যাত্রা করবেন প্রধান উপদেষ্টা। সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে ড. ইউনূসের।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us