আগ্রহী ইয়াহু ক্রোম কিনতে

ইবাংলা ডেস্ক

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় গুগল, তবে ব্রাউজারটি কিনতে দরপত্র জমা দেবে তারা—এমনটাই জানিয়েছেন ইয়াহুর এক শীর্ষ কর্মকর্তা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

Islami Bank

সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্যের অভিযোগে মার্কিন বিচার বিভাগে বিচারাধীন রয়েছে গুগল। চলমান বিচার প্রক্রিয়ার সাক্ষ্য দিতে গিয়ে ক্রোম কেনার আগ্রহ প্রকাশ করেন ইয়াহুর সার্চ বিভাগের প্রধান ব্রায়ান প্রভোস্ট।

one pherma

আরও পড়ুন…নিজ দেশেই বিমান হামলা চালাল ভারত

এ মামলার রায় যদি গুগলের বিপক্ষে যায়, তাহলে কোম্পানিটিকে তাদের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোম বিক্রি করতে হতে পারে। ইয়াহু ছাড়াও ওপেনএআই, পারপ্লেক্সিটি-র মতো প্রতিষ্ঠানও ক্রোম কেনার আগ্রহ প্রকাশ করেছে।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us