রাষ্ট্রীয় সফরে আজ কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরকালে তিনি কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন।সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন।
আরও পড়ুন…ফিরিয়ে দিলেন বিমানের প্রস্তাব খালেদা জিয়া
এর আগে, গত ৬ এপ্রিল সরকারি সফরে রাশিয়া এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া গিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান।এদিকে সেনাপ্রধানের কাতার সফরের কদিন আগেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশটিতে সফর করে এসেছেন।
ইবাংলা বাএ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.