দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ ডিলারদের বিদেশ ভ্রমণ

ইবাংলা ডেস্ক

দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান মেঘনা (Meghna Group) সম্প্রতি তাদের কৃতী ডিলারদের নিয়ে আয়োজন করে এক ব্যতিক্রমধর্মী বিদেশ ভ্রমণের। কেবল পণ্য আর পারফরম্যান্স নয়, এবার মেঘনা (Meghna Group) তাদের ডিলারদের দিল এক অনন্য উপহার: দুই মহাদেশ ঘুরে দেখার সুযোগ, যেখানে ছিল মিশরের অতুলনীয় ঐতিহাসিক নিদর্শন আর শ্রীলংকার অপার প্রাকৃতিক সৌন্দর্য।

Islami Bank

এবারের গন্তব্য ছিল ইতিহাস ও রহস্যে ঘেরা মিশর এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি শ্রীলংকা। এই সফরের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা পেয়েছেন এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা।

সফরের শুরু হয় প্রাচীন সভ্যতার দেশ মিশরে। ডিলারগণ প্রথমেই ঘুরে দেখেন কায়রোর বিশ্বখ্যাত গিজার পিরামিড এবং স্ফিনক্স। তারা বিস্ময়ভরে দেখেন হাজার হাজার বছর আগে নির্মিত এই স্থাপনাগুলো, যা এখনো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এরপর সফরে ছিল মিশরের জাতীয় জাদুঘর, যেখানে রাখা আছে ফারাও রাজাদের দামী সংগ্রহ এবং কিং তুতানখামেনের স্বর্ণের মুখোশ।

ভ্রমণের শুরু হয় আফ্রিকার প্রাচীনতম সভ্যতা মিশর দিয়ে। গিজার বিশাল পিরামিড দেখে বিস্ময়ে অভিভূত হয়েছিলেন সবাই। ‘এমন কিছু চোখে না দেখলে বিশ্বাস করা যেত না,’ বলেন এক ডিলার। কিং তুতানখামেনের সোনার মুখোশ থেকে শুরু করে নীল নদের পাড়ে সূর্যাস্ত—সবকিছু যেন সময়ের এক জাদুময় যাত্রা।

নীল নদীভ্রমণ, কায়রোর প্রাণচাঞ্চল্যপূর্ণ বাজার খান এল খলিলি এবং মিশরীয় খাবারের স্বাদ নেওয়ার মধ্য দিয়ে ডিলারদের অভিজ্ঞতা হয় আরও সমৃদ্ধ।মিশরের প্রাচীন ইতিহাসের পর ২য় বারে সফরকারীরা পাড়ি জমান সবুজে ঘেরা দ্বীপরাষ্ট্র শ্রীলংকায়।

আরও পড়ুন…আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি ভুলে যাবেন না: হাসনাত আবদুল্লাহ

one pherma

ক্যান্ডির পাহাড়ি পথে ঘুরে বেড়ানো, ভারত মহাসাগরের মুক্তা খ্যাত বেনটোটা সমুদ্র সৈকতে, কুয়াশা ঘেরা চা-বাগান, আর কলম্বোর প্রাণবন্ত রাত—সব মিলিয়ে এক অপরূপ অভিজ্ঞতা।শ্রীলংকার সৌন্দর্য এত জীবন্ত, মনে হচ্ছিল আমরা যেন কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছি,’ বলেন দিশারী সাইকেল পাবনার ডিলার।

এখানে তারা প্রথমেই ঘুরে দেখেন রাজধানী কলম্বোর গুরুত্বপূর্ণ স্থানসমূহ—গাঙ্গারামায়া মন্দির, গ্যাল ফেস গ্রিন, এবং কলম্বো ন্যাশনাল মিউজিয়াম। সফরে আরও ছিল ঐতিহাসিক ক্যান্ডি শহর, যেখানে তারা ঘুরে দেখেন টুথ রিলিক টেম্পল ও স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই সফর শুধু একটি ট্রিপ ছিল না, ছিল ভালোবাসার ও স্বীকৃতির এক নিদর্শন। মেঘনা বছরের পর বছর ধরে তাদের ডিলারদের সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছে, এই আন্তর্জাতিক সফর যেন তারই উদাহরণ।

ভ্রমণে অংশ নেওয়া সাবা মটরস সৈয়দপুরের ডিলার রিয়াজ বলেন, “মেঘনা শুধু আমাদের ব্যবসায়িকভাবে নয়, এই ধরনের আন্তর্জাতিক সফরের মাধ্যমে আমাদের অভিজ্ঞতাকেও সমৃদ্ধ করছে। এটা আমাদের অনুপ্রাণিত করে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে।”

মেঘনা (Meghna Group) একজন উর্ধ্বতন কর্মকর্তা জনাব লুতফুল বারী জানান, “আমরা সবসময়ই চাই আমাদের ডিলারগণ শুধু ব্যবসার অংশীদার না হয়ে, আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে এই আয়োজন।

ডিলাররা আমাদের ব্যবসার প্রাণ। তাদের আনন্দ, অনুপ্রেরণা ও উন্নয়নেই আমাদের ভবিষ্যৎ – জানায় মেঘনার (Meghna Group) আরেকজন শীর্ষ কর্মকর্তা জনাব মোস্তাফিজুর রহমান ।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us