দুদকে অনুসন্ধান জালে এনসিপির বহিষ্কৃত তানভীর
নিজস্ব প্রতিবেদক
একাধিক দুর্নীতির অভিযুক্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদ্য বহিস্কৃত গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ মে) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এক ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান।
আরও পড়ুন…রোহিঙ্গারা ফিরে যাবে না অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া: পররাষ্ট্র উপদেষ্টা
দুদক মহাপরিচালক আরও জানান, গাজী সালাউদ্দিন তানভীর ছাড়াও অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার সাবেক এপিএস-পিওর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে । এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে কমিশন বাণিজ্যেরও অভিযোগ রয়েছে।
সূত্রমতে জানা গেছে অন্তর্বর্তী সরকারের কোনো পদে না থেকেও গণঅভ্যুত্থানের প্রভাব খাটিয়ে সচিবালয়ে প্রবেশের পাস হাতিয়ে নেন গাজী সালাউদ্দিন তানভীর। এরপর নিয়মতি সচিবালয়ে গিয়ে ‘তদবির বাণিজ্য’ করতেন বলে অভিযোগ। এনসিটিবিতে বই ছাপানোর সময় কোটি কোটি টাকার কমিশন বাণিজ্য করেন বলেও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
দুর্নীতির অভিযোগ ওঠায় তানভীরসহ দুই উপদেষ্টার এপিএস-পিওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের সামনে গত সপ্তাহে বিক্ষোভ করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ। এরপর দুদক গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে তাদের দুর্নীতির বিষয়ে খোঁজখবর শুরু করে। এবার তাদের বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
দুর্নীতি ও কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর গত ২১ এপ্রিল দলের (এনসিপি)র যুগ্ম সদস্য সচিব পদ থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার করে এনসিপি।
ইবাংলা বাএ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.