ভারতীয় উপস্থাপিকার বিস্ফোরক মন্তব্য বাংলাদেশি শিল্পীদের নিয়ে

ইবাংলা ডেস্ক

ভারতের আলোচিত-সমালোচিত টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’। বাংলাদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের পর থেকেই ভারতীয় এই গণমাধ্যমটি একের পর এক বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার মুখে পড়ে। অস্বাভাবিক অঙ্গভঙ্গি ও মিথ্য সংবাদ উপস্থাপনের ধরনের কারণে বাংলাদেশসহ নিজ দেশেও ব্যপক সমালোচিত এই চ্যানেলটি।

Islami Bank

এদিকে ভারতে নিয়মিত কাজ করছেন বাংলাদেশের অনেক শিল্পী। পাশাপাশি বাংলাদেশের পট পরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন অনেক অভিনয়শিল্পী। এবার সেই সব অভিনয়শিল্পীদের ঘাড় ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার কথা বললেন সমালোচিত চ্যানেলের উপস্থাপিকা স্বর্ণালী সরকার।

আরও পড়ুন…কোনো সুযোগ নেই আর দিনের ভোট রাতে হওয়ার: সিইসি

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে উত্তেজিত অবস্থায় তাকে বলতে শোনা যায়, প্রতিবেশী দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন। বাংলাদেশি নাগরিক যারা আমাদের দেশে রয়েছেন, থাকছেন, খাচ্ছেন। আমাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছেন, অভিনয় করছেন। নাম-যশ-প্রতিপত্তি বানাচ্ছেন। আমাদের ট্যাক্সের টাকায় যাদের অর্থ-উপার্জন হয়। তারা বাংলাদেশের অসভ্যতামি দেখে চুপ করে আছেন কেন?

বাংলাদেশি অভিনয় শিল্পীদের ওপর অভিযোগ তুলে তিনি বলেন, তারা নিজের দেশের মানুষকে কোনো বার্তা দিচ্ছেন না! তোমরা এমন করো না। এমন করা যায় না। ভারত আমাদের বন্ধু।পেহেলগামের হামলার ঘটনা তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের দেশে এতো বড় নারকীয় ঘটনার পরেও কোনো নিন্দা জানাচ্ছেন? তারা শুধুমাত্র নিজেদের লাভ খুঁজছেন।

one pherma

কথায় বলে, কাজের বেলায় কাজি, কাজ ফুরালে পাজি। তারা শুধু নিজেদের কার্য উদ্ধারের জন্য বসে আছেন। সেই সব অভিনেতা-অভিনেত্রীদের ‘ঘাড় ধাক্কা’ দিয়ে বের করে দেওয়া উচিত।উপস্থাপিকা বলেন, পশ্চিমবঙ্গে বসবাস করে বাংলা ছবিতে কাজ করেন কোন অধিকারে? পশ্চিমবঙ্গের ছেলে-মেয়েদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন কোন অধিকারে? বাংলাদেশি অভিনয় শিল্পীদের থেকেও আমাদের পশ্চিমবঙ্গে অনেক মেধাবী অভিনেতা রয়েছেন।

আরও পড়ুন…বিদেশি সিনেমায় শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

এছাড়া তাদের জন্য বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের বহু অভিনয়শিল্পী কাজ হারাচ্ছেন।সবশেষে স্বর্ণালী সরকার দুই বাংলার জনপ্রিয় তারকা অভিনেত্রীর নাম উল্লেখ করে বলেন, জয়া আহসানসহ মিথিলা (সৃজিত মূখার্জির স্ত্রী হিসেবে রয়েছেন), তারা কেন চুপ করে রয়েছেন? বাংলাদেশের এ ধরণের অসভ্যতামিগুলো নীরবে সমর্থন করছেন?

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us