রাশিয়ার রাজধানীতে ভয়াবহ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতে অগণিত ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে মস্কোর সব বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ মে) রাশিয়ার কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Islami Bank

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে জানিয়েছে, তারা মস্কো পরিষেবা প্রদানকারী চারটি বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি আঞ্চলিক শহরের বিমানবন্দরও।

আরও পড়ুন…খালেদা জিয়াকে স্বাগতম জানাতে সড়কে নেতাকর্মীদের ঢল

one pherma

রয়টার্স বলছে, মঙ্গলবার মস্কোর দিকে অগ্রসর হওয়ার সময় চারটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ইউক্রেন অবশ্য এখনও মস্কোতে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি।

এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় দুই কিশোর আহত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে শহরের কিছু অংশে।

ইউক্রেন আগে বলেছে, মস্কোর সামগ্রিক যুদ্ধ প্রচেষ্টার মূল অবকাঠামো ধ্বংস করা এবং আবাসিক এলাকা ও জ্বালানি অবকাঠামোসহ ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার অব্যাহত আক্রমণের প্রতিক্রিয়া তাদের ড্রোন হামলার অন্যতম লক্ষ্য।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us