যা বললেন ইমরান খান পাকিস্তানে ভারতের হামলা

ইবাংলা ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ভয়াবহ সংঘাতে রূপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় চালানো ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযানের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে।

Islami Bank

ভারতের দাবি, তারা এই অভিযানে পাকিস্তানভিত্তিক সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তায়েবার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের দাবি, এই হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের খবরে বলা হয়েছে, পাঞ্জাবের ভাওয়ালপুরে জইশ-ই-মোহাম্মদের প্রধান কার্যালয় ও মুরিদকে শহরে লস্কর-ই-তায়েবার আস্তানায় হামলা চালানো হয়। মোট নয়টি স্থাপনায় আঘাত হানা হয়, যার মধ্যে তিনটি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফারাবাদ, বাগ ও কোটলি।

এই ঘটনার পরপরই পাল্টা জবাবে রাতেই ভারতের পাঁচটি জঙ্গি বিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে পৌঁছেছে।

one pherma

এদিকে এমন উত্তেজনাকর মুহূর্তে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে ভেসে ওঠে একটি পুরোনো ভিডিও, যেখানে জাতিসংঘে দাঁড়িয়ে ২০১৯ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, ‘যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয়, তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় সাত গুণ ছোট, সে কী করবে? আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই? আমি বিশ্বাস করি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করব।

আরও পড়ুন…নোয়াখালীতে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

এই ভিডিওর মাধ্যমে দাবি করা হয়, বর্তমান সংকট মোকাবেলায় ইমরান খানের নেতৃত্ব পাকিস্তানের জন্য অপরিহার্য। ফেসবুক পোস্টে তার কারামুক্তির আহ্বান জানিয়ে বলা হয়, ‘এই ইমরান খানই পারেন জাতিকে ঐক্যবদ্ধ করতে। এখনই সময় তার উপদেশ শোনা ও তাকে মুক্ত করে পাকিস্তানের বৃহত্তর স্বার্থ রক্ষা করার।’

উল্লেখ্য, রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস, রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে ১০০টিরও বেশি মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তার দল, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), এখনও সবচেয়ে বড় জনসমর্থন পাওয়া রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us