দেশের ইতিহাসে প্রথবারের মতো রাঙামাটির রাবিপ্রবিতে অনুষ্টিত হতে যাচ্ছে আইসিবিসি

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটিতে এবার বাংলাদেশের ইতিহাসে ২শ বছরের মধ্যে নতুন ঘটনা ঘটতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বাংলাদেশে আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভালের করতে যাচ্ছে রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়।

Islami Bank

বহুল কাঙ্খিত এই সম্মেলনে দেশ-বিদেশ থেকে প্রায় দুই শতাধিক বিজ্ঞানী অংশগ্রহন করতে যাচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ডক্টর মো: আতিয়ার রহমান।

তিনি জানান, আগামী ১৬ থেকে ১৮ই মে তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের আবহমানকাল ধরে চর্চিত দেষজ চিকিৎসা ও বৈদ্য সংস্কৃতির উপর বিস্তারিত আলোকপাত করা হবে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাঙামাটি প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে ভিসি তার লিখিত বক্তব্যে এসব তথ্য তুলে ধরে বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার এগার বছরের পথচলায় এক ইতিহাস তৈরীর সন্ধিক্ষণে আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পেরেছে।

শুধু রাবি-প্রবি নয় বরং গোটা পাহাড়ের ইতিহাসে প্রথমবারের মতো রাঙ্গামাটিতে আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বায়োসাইন্স কনফারেন্স এন্ড কার্নিভাল-২০২৫।

যার মূল আয়োজনে এ যাত্রায় রাবিপ্রবির সাথে থাকছে বাংলাদেশ বায়োসেফটি এন্ড বায়োসিকিউরিটি সোসাইটি। ভিসি বলেন, উক্ত অনুষ্ঠানে প্রায় ৩৫০ এর অধিক বিজ্ঞানী এবং গবেষকগণ তাদের গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন। তরুণ বিজ্ঞানীরা উপস্থাপন করতে যাচ্ছেন নতুন নতুন গবেষণা আইডিয়া, এবং বালাদেশে বিজ্ঞান উন্নতিকল্পে থাকছে বিজ্ঞান বিতর্ক।

রাঙামাটিতে প্রথমবারের মতো আয়োজিত এই কনফারেন্সে দেশ বিদেশের এত বিপুল সংখ্যক বিজ্ঞানীদের আশাতীত রকমের আগ্রহ আমাদের জন্য সত্যিই এক যুগান্তকারী ঘটনা।

তিনদিনব্যাপী অনুষ্ঠিতব্য এই সম্মেলনের প্রথমদিনে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্ঠা সুপ্রদীপ চাকমা।

one pherma

একই মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী প্রফেসর ডঃ মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ শাহিনুল আলমসহ বাংলাদেশের প্রায় আরও ছয়টি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যগণ যাঁরা পর্যায়ক্রমে তিনদিন উপস্থিত থেকে কনফারেন্সকে সামগ্রিকভাবে সুষমায় জড়িয়ে রাখবেন।

আরও পড়ুন…কোম্পানীগঞ্জে প্রবাসীর ওপর আ.লীগের নেতাকর্মিদের হামলা

এই কনফারেন্সের প্লেনারী সেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিশিষ্ট জীন বিজ্ঞানী, বহুব্র্রীহি ধানের আবিষ্কারক ড. আবেদ চৌধুরী, আইসিডিডিআরবির বায়োসেইফটি প্রধান ডঃ আসাদুলগণি, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ডঃ মুনিরা আহসান।

উদ্ধোধনী দিনে “সাইন্স পলিসি ডায়ালগ” বিষয়ে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে যার মূল লক্ষ্য হচ্ছে বিজ্ঞান গবেষণায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, দেশের নানামাত্রিক উন্নয়নে এবং সমস্যা সমাধানে প্রায়োগিক গবেষণার প্রসার ও গবেষণায় বেসরকারী প্রতিষ্ঠানসমূহকে সরাসরি সম্পৃক্তকরন বিষয়ে মতামত গ্রহণ ও সুপারিশ প্রস্তুতকরণ।

স্বাস্থ্য ও কৃষিতে ইনোভেশন বিষয়ে বাংলাদেশে যে গবেষণা হচ্ছে সেগুলোর ফলাফল উপস্থাপন, তার প্রায়োগিক সম্ভাবনা এবং নতুন বিজ্ঞানীদেরকে সম্পৃক্ত করার এ মিশনের দ্বিতীয় এবং তৃতীয় দিনে ওরাল এবং পোস্টার প্রেজেন্টেশন ছাড়াও কনফারেন্সের তৃতীয় দিনে নবীন বিজ্ঞানীদের জন্য থাকছে বায়োসাইন্স কার্নিভাল যেটিকে রিসার্চ আইডিয়া কনটেস্ট, ৩মিনিটের প্রেজেন্টেশন, ডিবেট ফর সাইন্সের মতো অনবদ্য এবং অত্যন্ত আকর্ষনীয় ইভেন্ট দিয়ে সাজানো হয়েছে।

পাহাড়ে দীর্ঘ বছর ধরে চলা দেশজ চিকিৎসার সাথে যুক্ত ট্রেডিশনাল চিকিৎসকদের গল্পও থাকছে কার্নিভালে। আমরা আশা করছি, গবেষণা ফলাফল উপস্থাপন ছাড়াও রাবিপ্রবির সাথে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের একটি শক্ত কলাবোরেশনও গড়ে উঠবে এ কনফারেন্সের মাধ্যমে এবং একই সাথে রাবিপ্রবি পাবে এক নতুন উচ্চতা।

প্রেস কনফারেন্সে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন জনাব সূচনা আখতার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ধীমান শর্মা, প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় চাকমা এবং রাঙামাটিস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us