সোহরাওয়ার্দী উদ্যান মাদক আস্তানায় পরিণত হয়েছে: হাসনাত আবদুল্লাহ

ইবাংলা ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মাদকের আস্তানায় পরিণত হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান।মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্যকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন তিনি।

Islami Bank

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, এই হত্যার তীব্র নিন্দা জানাই এবং সাম্যের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি করছি। এ হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের সন্তান হারানোর বেদনা নয়, এটা গোটা শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও নৈতিকতার ওপর সরাসরি আঘাত।

one pherma

আরও পড়ুন…বিচার চাইলেন সারজিস সাম্য হত্যার

ফেসবুক পোস্টে দাবি করেন, সোহরাওয়ার্দী উদ্যান বহুদিন ধরে মাদক, চাঁদাবাজি ও অপরাধচক্রের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে, এখন আর চোখ বুজে থাকার সময় নেই। এই উদ্যানের নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে কঠোর নজরদারির ব্যবস্থা নিতে হবে।
ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us