রাঙামাটিতে ৩৭ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ বিদেশী সিগারেট জব্দ

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের আওতাধীন, জেলার বাঘাইছড়ি উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন ১৯৮০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।

Islami Bank

শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় পূর্ব চরুয়াখালী নামক স্থানে একটি বাড়িতে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট চোরাচালানের উদ্দেশ্যে জমা করে রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাসান এর নির্দেশনায় বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন…নোয়াখালীতে ২১দিনেও উদ্ধার হয়নি অপহৃত ২ বোন

one pherma

পরিচালিত অভিযানে টহল দল কর্তৃক উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ORIS BROWN NANO সিগারেট-৫০০ প্যাকেট এবং PATRON সিগারেট- ১৪৮০ প্যাকেট জব্দ করে।যার বাজার মূল্য-৩,৯৬,০০০/- (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us