কোনো ইস্যু নেই পররাষ্ট্র সচিবের দায়িত্ব ছাড়ার পেছনে: পররাষ্ট্র উপদেষ্টা

ইবাংলা ডেস্ক নিউজ

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের দায়িত্ব ছাড়ার পেছনে কোনো ইস্যু নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। উপদেষ্টা বলেন, ‘তিনি (পররাষ্ট্র সচিব) বর্তমানে চাকরিতে আছেন। দায়িত্ব পরিবর্তন হবে। আগামী কয়েক দিনের মধ্যে তিনি তার বর্তমান দায়িত্ব ছেড়ে দেবেন।’

Islami Bank

আরও পড়ুন…শেখ হাসিনা দোসর কিবরিয়া দম্পতি এনআরবি ইসলামী লাইফের শীর্ষ পদে বহাল

বুধবার (২১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আসলে, অপসারণের কোনো ইস্যু নেই। তিনি (পররাষ্ট্র সচিব) বিভিন্ন কারণে এই দায়িত্ব ছেড়ে দিতে চান।

one pherma

এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম পরবর্তী পররাষ্ট্র সচিব হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ না হওয়া পর্যন্ত একজন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব থাকবেন।

জসীম উদ্দিন বিসিএসের ১৩তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এর আগে কাতারে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টোকিও, দিল্লি, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us