রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

আলমগীর মানিক,রাঙামাটি

রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কাজে ব্যবহ্নত রোলারের সঙ্গে ধাক্কা লেগে পূন্য সেন তনচংগ্যা (৩৮) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিছনে বসে থাকা রাজস্থলী উপজেলা কুষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নন্দীয় তনচংগ্যা (৫৮)।

Islami Bank

রবিবার (২৫ মে ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্ত সড়কের হলুদিয়া পাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চোধুরী।

নিহত পূন্যসেন তনচংগ্যা বগাছড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং গাইন্দ্যা ইউনিয়নের ছিংখ্যং পাড়ার জ্ঞান তনচংগ্যার ছেলে। আহত নন্দীয় তনচংগ্যা একই এলাকার মৃত নতুন মাষ্টারের ছেলে।

আরও পড়ুন….মেঘনার এক কোরাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

one pherma

তারা দুজনেই শালা দুলা ভাই মিলে স্কুল ছুটির পর সীমান্ত সড়কে ঘুরতে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রবিবার স্কুল ছুটির পর নিহত পূন্যসেন ও নন্দীয় তনচংগ্যা বাড়ী এলাকা থেকে মোটরসাইকেল করে সীমান্ত সড়কে ঘুরার শেষে বাড়ী ফেরার পথে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রাস্তার কাজে ব্যবহ্নত রোলারের সাথে সজোরে ধাক্কা খায়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটর সাইকেল চালক পূন্যসেন তনচংগ্যা।

আহত নন্দীয় তনচংগ্যাকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশংকাজনক হওয়ায় চট্রগ্রাম এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হয় । খবর পেয়ে রাজস্থলী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করেন।রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চোধুরী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us