বিকালে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ইবাংলা ডেস্ক

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (২৭ মে) বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

Islami Bank

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, সোমবার (২৬ মে) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় অংশ নেন স্থায়ী কমিটির অন্য সদস্যরাও।

one pherma

আরও পড়ুন…মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার

সভার আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ না করলেও দলীয় নেতারা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির চলমান আন্দোলন, দলীয় সাংগঠনিক অবস্থা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ঘিরে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us