জঙ্গি সালেহীনের ফাঁসি বহাল

আদালত প্রতিবেদক

শীর্ষ জঙ্গি সদস্য সালাউদ্দিন সালেহীনের ফাঁসি বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ২০০৪ সালে জামালপুরে গণি গোমেজ হত্যা মামলার শীর্ষ জঙ্গি সদস্য সালাউদ্দিন সালেহীনের ফাঁসি বহাল রেখেছেন আপিল বিভাগ। এই মামলার অপর আসামি জঙ্গি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এ ছাড়া ওই মামলার আরেক আসামি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর করা হয়েছে।

২০১৪ সালে টাঙ্গাইলে প্রিজন ভ্যানে হামলা চালিয়ে সালেহীনসহ তিন সঙ্গীকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। তখন থেকে তিনি পলাতক। তবে জঙ্গি রাকিবকে গ্রেপ্তার করতে গেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হন।

ইবাংলা /টিআর /২৩ নভেম্বর ২০২১

জঙ্গিফাঁসিবহালসালেহীনের
Comments (0)
Add Comment