লাইসেন্সধারী অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি, খুলনা

নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগে ও পরে ১৩ দিন বৈধ লাইসেন্সধারী অস্ত্র নিয়ে চলাচল ও প্রদর্শন করা যাবে না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হবে আইনানুগ ব্যবস্থা। সম্প্রতি খুলনা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের পূর্বে সাত দিন, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১৩ দিন পর্যন্ত বৈধ লাইসেন্সধারীগণ অস্ত্রসহ চলাচল বা অস্ত্র প্রদর্শন করতে পারবেন না।

তবে নির্বাচন কাজে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সম্পৃক্ত সব বাহিনীর সদস্যদের ও বিভিন্ন সরকারি, আধাসরকারি, বেসরকারি দফতর, অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তাপ্রহরীদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে খুলনার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন ও তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখেই জেলা মেজিস্ট্রেটের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ইবাংলা /টিপি /২৩ নভেম্বর ২০২১

অমান্যকারীইউপি নির্বাচনগণবিজ্ঞপ্তিলাইসেন্সধারী অস্ত্র
Comments (0)
Add Comment