রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ঢালার চরের জেলে কৃষ্ণ হালদারের জালে ১৫কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পরেছে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৬ টার দিকে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট এলাকার ১কিলোমিটার ভাটিতে ছাত্তার মেম্বার পাড়া এলাকায় এ মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত ছৈকা মোল্লার আড়তে আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যাবসায়ী মো. চান্দু মোল্লা ১হাজার ৬শ টাকা কেজি দরে মোট ২৪হাজার টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, কাতল মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে আড়ত থেকে কিনেছি। পরবর্তীতে মোবাইলের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। মাছের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করা হবে বলে তিনি জানান।
জেলে কৃষ্ণ হালদার বলেন, আমরা মঙ্গলবার অনেক ভোরে মাছ ধরতে নদীতে যাই। ভোর ৬ টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পরেছে। অনেকদিন পর অনেক বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছে বলে তিনি জানান।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু মাছ নদীতে এখন মাঝে মধ্যেই দেখা যায়। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে এমন মাছের বংশবৃদ্ধিসহ আরো বেশি উৎপাদন হতো।
ইবাংলা / টিআর /২৩ নভেম্বর ২০২১