লিবিয়া থেকে ইউরোপগামী ২৬৪ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে তিউনিশিয়ার কোস্টগার্ড। ইসরায়েলি গণমাধ্যম আই টুয়েন্টি ফোর এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুন) নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় উদ্ধার হন মোট ২৬৭ জন। যাদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি ও ৩ জন মিশরীয় নাগরিক।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানায়, চলতি পথে এ অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি তলা ফেটে ডুবে যায়। এসময় তাদের উদ্ধার করে দক্ষিণ তিউনিশিয়ার বেন গার্ডন্স পোর্টের তীরে নিয়ে যায় দেশটির কোস্টগার্ড। পরে তাদের আইওএম ও রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়।
সংস্থাটি আরো জানায়, তিউনিশিয়ার দ্বীপ জেরবা’র একটি হোটেলে উদ্ধারকৃতদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের তথ্যমতে, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী লিবিয়া থেকে তিউনিশিয়া হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন।
এবং এই সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, জানুয়ারি থেকে মে পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বিভিন্ন দেশের অন্তত ৭৬০ জন ব্যক্তি নিহত হয়েছেন।
ই আই/ প্রবাস/ ২৫ জুন, ২০২১