ইন্টারপোলের নতুন প্রেসিডেন্ট আল রাইসি

ইবাংলা ডেস্ক

ইন্টারপোলের (আন্তর্জাতিক পুলিশ সংস্থা) এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তা আহমেদ নাসের আল রাইসি। তিনি আগামী চার বছর লিয়ন ভিত্তিক সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত নির্বাচনে আল রাইসি নির্বাচিত হন। তার মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন চেক পুলিশ কর্মকর্তা কর্নেল সারকা হাভরানকোভা।

মেজর জেনারেল পদ মর্যাদার ড. আল রাইসি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ইন্টারপোলের সদস্য ১৪০টি দেশের প্রতিনিধিদের ভোটে সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।

১৯২০’র দশকে ইন্টারপোল প্রতিষ্ঠার পর মধ্যপ্রাচ্যের প্রথম প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ড. আল রাইসি। তাকে অভিনন্দন জানিয়েছেন আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার জারগাস। তিনি বলেছেন, রাইসির নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত আইন প্রয়োগের ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ইন্টারপোলের নির্বাহী কমিটিতে কাজ করেছেন ড. আল রাইসি। প্রার্থী হওয়ার আগে তিনি বিশ্ব জুড়ে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সংস্থাটি নিয়ে প্রত্যাশা শুনেছেন।

ইন্টারপোলের বার্ষিক বাজেট প্রায় ১৫ কোটি ডলার। অভিযান চালাতে সংস্থাটি সদস্য দেশগুলোর সহায়তার ওপর নির্ভর করে থাকে। সন্দেহভাজনকে গ্রেফতারের বদলে ইন্টারপোলের কর্মকর্তারা তাদের অভিযানে একাধিক সংস্থাকে একত্রিত করে। মানব পাচার, মাদক পাচার এবং হাই প্রোফাইল অপরাধীদের ধরাই সংস্থাটির মূল লক্ষ্য।

ইবাংলা / নাঈম/ ২৫ নভেম্বর, ২০২১

ইন্টারপোলনির্বাচিতপ্রেসিডেন্টেসংস্থা
Comments (0)
Add Comment