গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। শনিবার ( ২৭ নভেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী সহ উত্তরা, কুর্মিটোলা ও পুর্বাচল ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
টঙ্গী বাজার মাজার বস্তিতে আগুন লাগার কারণ ও তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে হঠাৎ আগুন লাগলে সকলে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ভোরে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের তিনটি করে মোট ছয়টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। পরে কুর্মিটোলা থেকে ২টি ও পূর্বাচল থেকে ১টি ইউনিট এসে যুক্ত হয়। দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ডাম্পিংয়ের কাজ শেষে বিস্তারিত বলা যাবে। তবে আগুনের এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ইবাংলা /টিআর /২৭ নভেম্বর ২০২১