ভোটকেন্দ্রে ‘পুলিশ কর্মকর্তাকে টাকা নিতে জোরাজুরি’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আচরণবিধি লঙ্ঘন করে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে ঘোরাঘুরি করছেন।

রোববার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাদুর ইউনিয়নের উত্তরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা দেখা যায়। এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আলহাজ উদ্দিনকে প্রকাশ্যে তিনি টাকা দিতে চেয়েছেন। এতে পুলিশ কর্মকর্তা আলহাজ উদ্দিন টাকা নিতে না চাইলে মেয়র নিতে জোরাজুরি করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তা টাকা নেননি।

এ বিষয়ে জানতে চাইলে রামগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী হেঁসে বিষয়টি এড়িয়ে চলে যান। পরে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

পুলিশের এসআই আলহাজ উদ্দিন বলেন, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছি। নিজের টাকায় কেনা খাবার খেয়েছি। কারও কাছ থেকে এক টাকাও নিইনি, নেবও না।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। জনপ্রতিনিধি ভোট কেন্দ্রে ঘুরতে পারেন না। এটা আচরণবিধির লঙ্ঘন। ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। তারা ব্যবস্থা নেবেন।

ইবাংলা /টিআর /২৮ নভেম্বর ২০২১

'পুলিশ কর্মকর্তাকেটাকা নিতে জোরাজুরিভোট কেন্দ্রে
Comments (0)
Add Comment