বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
রোববার (২৮ নভেম্বর) রাত ৭টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানোনো হয়।
চিকিৎসকরা জানান, লিভার সিরোসিসের কারণে পাকস্থলীতে রক্তক্ষরণ হচ্ছে। একবার এই রক্তক্ষরণ সামাল দেওয়া গেছে। তবে দ্বিতীয়বার সামাল দেওয়া কঠিন হবে, মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যাবে।
মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডা. এফ এম সিদ্দিকী বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ভারতীয় উপমহাদেশে নেই। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জার্মানিতে এই চিকিৎসা সম্ভব।
ইবাংলা /টিআর /২৮ নভেম্বর ২০২১