প্রেস কাউন্সিলের সেমিনার

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেসকাউন্সিল আয়োজিত “প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন” শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জামালপুর সার্কিট হাউজ কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব শাহ আলম ও জামালপুর জেলা তথ্য অফিসার শেখ মো: শহিদুল ইসলাম।

সেমিনার ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট ইউসুফ আলী, জামালপুর প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদা, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম এ জলিল। দৈনিক সচেতন কন্ঠ সম্পাদক বজলুর রশিদ।

দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাজ্জাদ আনসারী, দৈনিক গণজয় সম্পাদক বকশীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম শাহীন আল আমীন, দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ হীরা, ইত্তেফাক সাংবাদিক শাহ জামাল প্রমুখ। শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় জামালপুর জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

ইবাংলা /টিআর /৩০ নভেম্বর ২০২১

কাউন্সিলজামালপুরেপ্রেস
Comments (0)
Add Comment