সাগর তলের জীববৈচিত্র নিয়ে নতুন করে বলার কিছু নেই। অনেক সময় সমুদ্রে পাওয়া জীবন্ত এসব প্রাণীই কপাল খুলে দেয় অনেকের। তিন বন্ধুর ভাগ্যে ঠিক এমনটাই ঘটেছে। ৩২৮ কেজি ওজনের একটি মাছই ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে শৌখিন এই মৎস্য শিকারীদের।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের বাসিন্দা কেইল কাভিলা, গ্যারেথ ভালারিনো ও শন দেশুইসা নামে ওই তিন বন্ধু ছুটির দিনে সমুদ্রে মাছ ধরতে যায়। এজন্য তারা ১৫ ফুট দৈর্ঘের একটি নৌকা ভাড়া নেন। তাদের জালে ধরা পড়ে বিশাল এক ব্লুফিন টুনা মাছ। মাছটা নৌকার তোলার চেষ্টাকালে দুই বন্ধু পানিতে পড়ে যায়। মাছটা তাদের নৌকার দৈর্ঘ্যের চেয়েও বড় ছিল। শেষমেষ অনেক কষ্টে নৌকার সাথে জাল বেঁধে মাছটাকে টেনে তীরে নিয়ে আসেন তারা।
পরে মাছটিতে তিন বন্ধু ভাগ করে নেন। কিছু অংশ তারা বিক্রি করেন। কিছু অংশ নিজেরা খাওয়ার জন্য রাখেন।এক বন্ধু জানান, নিজেরা খাওয়ার পরও বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছেন তিনি। তবে জাপানে তারা ১০ থেকে ১৫ গুণ বেশি দামে মাছটি বিক্রি করতে পারতেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ইবাংলা / নাঈম/ ৩০ নভেম্বর, ২০২১