দাবি বাস্তবায়নে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত

পূর্ব ঘোষণা অনুযায়ী দ্বিতীয় দিনেও নিরাপদ সড়কের নয়দফা দাবি পূর্নাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (০১ ডিসেম্বর) সকাল থেকেই রাজধানীর রামপুরা ব্রিজে একরামুন্নেসা এবং ইমপেরিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে যান চলাচল ব্যাহত করে দেয়। এসময় তারা বেশিরভাগ গাড়ী চালকের লাইসেন্স এবং কাগজপত্র চেক করেন।

সকল দাবির সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছাড়বে না বলে জানান। এদিকে, যান চলাচল সীমিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মমুখী বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরও পড়ুন : ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর আজ থেকে

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পর বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। এরপর গণপরিবহনের অর্ধেক ভাড়ার দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। এরমধ্যে শুক্রবার (২৬ নভেম্বর) সড়কে নটরডেম কলেজের শিক্ষার্থীর নিহতের ঘটনার পর আবারও সরব হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

বুধবার (২৪ নভেম্বর) নটরডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যু একদিন পর বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টো দিকে ডিএনসিসির ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান সংবাদকর্মী আহসান কবির খান। শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নিরাপদ সড়কের দাবিও এর ফলে আরও জোরালো হয়ে ওঠে।

এদিকে, আজ (০১ ডিসেম্বর) থেকে ঢাকার বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর হচ্ছে। বাসে শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শনসহ কিছু শর্ত মেনে হাফ ভাড়া কার্যকর হচ্ছে। যেদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে, শুধু সেদিনই পাওয়া যাবে এই সুবিধা। আর রাত ৮টা পার হলেই দিতে হবে পুরো ভাড়া।

ইবাংলা/ ই/ ১ ডিসেম্বর, ২০২১

নিরাপদবাস্তবায়নেবিক্ষোভ
Comments (0)
Add Comment