ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনে অংশ নেবে ৫০ দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী শুক্রবার ও শনিবার (৪ ও ৫ ডিসেম্বর) ঢাকায় বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। তাঁদের মধ্যে ৬০ জন প্রতিনিধি সশরীরে অংশ নেবেন। আর ৪০ জন প্রতিনিধি ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (১ ডিসেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ড. এ কে আবদুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিতে বিশ্বাসী। আমরা সারা বিশ্বেই শান্তির বার্তা দিতে চাই। সে কারণে আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে চলমান ও বিরাজমান সমস্যাগুলোর শান্তিপূর্ণভাবে সমাধান করেছি।

উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিতব্য বিশ্ব শান্তি সম্মেলনে রাজনীতিবিদ, শিল্পী ও সাহিত্যিকেরা ছাড়াও অংশ নেবেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন, নোবেলজয়ী শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, যুক্তরাজ্যের সাবেক ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার প্রমুখ।

ইবাংলা / নাঈম/ ১ডিসেম্বর, ২০২১

অংশআগামীআয়োজনডিসেম্বরঢাকায়দেশেরনেবেনপ্রতিনিধিরাবিশ্ববিশ্বেরশনিবারশান্তিশুক্রবারসম্মেলনহয়েছে
Comments (0)
Add Comment